২৮৬ মিলিয়ন ডলার বোনাস পাচ্ছেন হুয়াওয়ে কর্মীরা

১২ নভেম্বর, ২০১৯ ২২:৩১  
চীনের টেলিকম জায়ান্ট হুয়াওয়ে টেকনোলজিস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য কালোতালিকাভুক্তির পরেও কোম্পানিকে এগিয়ে নিতে অবদান রাখায় নিজেদের কর্মীদের দুই বিলিয়ন ইউয়ান (২৮৬ মিলিয়ন ডলার) বোনাস প্রদান করা হবে। খবর রয়টার্স। হুয়াওয়ে জানায়, যুক্তরাষ্ট্রের হার্ডওয়্যারের বিকল্প খুঁজছে হুয়াওয়ে। যার মাধ্যমে যুক্তরাষ্ট্র ছাড়াই অন্যান্য দেশ থেকে পূর্ণাঙ্গ চাহিদা পূরণ করতে পারবে কোম্পানিটি। কোম্পানির এক লাখ ৯০ হাজার কর্মীকে চলতি মাসে ডাবল বেতন দেয়া হবে। ইতিমধ্যেই হুয়াওয়ের মানবসম্পদ বিভাগ থেকে কর্মীদের এই নোটিশ প্রদান করা হয়েছে। ডিবিটেক/বিএমটি